সোনারগাঁওয়ে কনকা কারখানায় আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ত্রিবরদী এলাকায় ইলেকট্রনিক সামগ্রী তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, ওই ভবন থেকে লাফিয়ে পড়ে একজন প্রকৌশলী আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, তিনতলা ভবনের কারখানার তৃতীয় তলায় আজ রোববার বেলা ১০টা ৫০ মিনিটে ওয়েল্ডিং কাজ করার সময় বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর তা কেমিক্যাল ও আন্যান্য কাঁচামালে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, ‘কারখানার ভেতরে স্টিল স্ট্রাকচার থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করেছে। কারণ আগুনের অতিরিক্ত তাপে একটা সময় স্টিল স্ট্রাকচার গলে পড়ে। এখানে সে ঘটনাই ঘটেছে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ বলা যাবে।’
ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা আরো বলেন, ‘আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা ড্যাম্পিংয়ের কাজ করছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এ কারখানায় কনকা কোম্পানির এসি এবং ফ্রিজ তৈরি হয়। আগুনের ঘটনায় কারখানার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ এনে মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে মামলা করা হবে।’