হবিগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন, গণপরিবহণ বন্ধ
উৎসব মুখর পরিবেশে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টা থেকে হবিগঞ্জ জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এতে বন্ধ রয়েছে জেলার সব ধরনের গণপরিবহণ।
ভোগ গণনা শেষে রাত ১০টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে। সংগঠনের ২০টি পদে ৫০ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহিদ উদ্দিন চৌধুরী ও সহসাধারণ সম্পাদক পদে শাহিদ মিয়া নির্বাচিত হন। এ ছাড়া ১৮টি পদে ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার দুই হাজার ৩৫৫ জন।
সংগঠনটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ, আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করছেন।’
এ দিকে এ নির্বাচনের কারণে হবিগঞ্জ জেলায় বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাসসহ গণপরিবহণ চলাচল বন্ধ রয়েছে।