২৫ পুলিশ সুপারকে বদলি
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত চারটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষিত জেলাগুলোর কর্মকর্তাদের বদলির আদেশ নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচনী বিধিমালা অনুযায়ী কার্যকর হবে।
যেসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে : শেরপুর জেলার এসপি কাজী আশরাফুল আজিমকে গাজীপুর জেলায়, বরগুনার এসপি মারুফ হোসেনকে বরিশাল জেলায়, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনায় ও মৌলভীবাজারের এসপি ফারুক আহমেদকে কুমিল্লা জেলায় বদলি করা হয়েছে।
বরিশাল জেলার এসপি মো. সাইফুল ইসলাম, গোপালগঞ্জের এসপি মুহাম্মদ সাইদুর রহমান খান, মাগুরার এসপি খান মুহাম্মদ রেজোয়ান ও রাজবাড়ীর এসপি মো. মিজানুর রহমানকে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
ঢাকার সিআইডির এসপি সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রাম জেলায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মীর মোদদাছছের হোসেনকে রাঙামাটি জেলায়, বরিশাল মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিককে বরগুনা জেলায় এবং কুমিল্লার এসপি সৈয়দ নূরুল ইসলামকে ডিএমপির ডিসি পদে বদলি করা হয়েছে।
রাঙামাটির এসপি মো. আলমগীর কবির, পাবনার এসপি শেখ রফিকুল ইসলাম ও ঢাকায় সিআইডির বিশেষ এসপি বেগম তাসমিয়াহ তাহলীলকে পুলিশ অধিদপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদে এবং এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঠাকুরগাঁওয়ের এসপি, মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরার পুলিশ সুপার ও এআইজি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জের এসপি পদে বদলি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার এসপি মোহা. মনিরুজ্জামানকে ঢাকায় স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ এবং ওই ব্যাটালিয়নে কর্মরত এসপি মোহাম্মদ জাকারিয়াকে মৌলভীবাজার জেলায় এসপি পদে বদলি করা হয়েছে।
কক্সবাজার জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. তারিকুল ইসলামকে কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এবং ওই ব্যাটালিয়নের অধিনায়ক মো. হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জ জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
নৌপুলিশের এসপি মো. আব্দুল্লাহ আরিফকে খুলনা রেঞ্জে, ঢাকার পুলিশ স্টাফ কলেজের এসপি মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলা ও খুলনা মহানগর পুলিশের ডিসি এম এম শাকিলুজ্জামানকে রাজবাড়ী জেলার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।