সন্তানের প্রতি নজর রাখুন : প্রধানমন্ত্রী
নিজ নিজ সন্তানের প্রতি নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বর্তমান সরকারের মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। সন্তানরা যেন ভুল পথে পা না বাড়ায় তা লক্ষ রাখার জন্য অভিভাবকদের অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সন্তানের প্রতি নজর রাখুন। তাদের এমনভাবে পরিচালিত করুন, যাতে তারা ভুল পথে পা না বাড়ায়।’
শেখ হাসিনা অভিযোগ করেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠি ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা ইসলামের বন্ধু নয়, শত্রু। ইসলাম কখনও মানুষ হত্যা সমর্থন করে না।’
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তবে ধর্মান্ধ নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হাজার বছর ধরে এ দেশের মাটিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। যারা এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না।’
এ সময় দেশের ইমাম, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় মুরুব্বি, আনসার-ভিডিপি সদস্য এবং অভিভাবককে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট। এই সরকারের তৃতীয় বর্ষপূতি উপলক্ষে দেওয়া ভাষণে আজ এসব কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা।