পঞ্চগড়ে পুলিশের গুলিতে ডাকাতি মামলার আসামি হাসপাতালে
পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের গুলিতে একাধিক ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাগুরমারী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
ভজনপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি এনামুল হক বলেন, আজ দুপুরে ভজনপুর হাইওয়ে পুলিশ মাগুরমারী চৌরাস্তা এলাকায় গাড়ি তল্লাসি করছিল। পাশেই দেলোয়ার হোসেনের বাড়ি। এ সময় দেলোয়ার তার বাড়ি থেকে বের হয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন। পুলিশ গাড়ি তল্লাসি করার জন্য তাকে থামায়। এ নিয়ে পুলিশের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দেলোয়ার তার ভাইদের সহযোগিতায় দেশীয় অস্ত্র নিয়ে হাইওয়ে পুলিশের ওপর আক্রমণ করে।
ওসি আরো বলেন, দেলোয়ার হোসেন ও তার ভাইরা রাম দা, হাসুয়া নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। আমরা তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা আমাদের ওপর হামলা করে। তার সঙ্গে থাকা লোকজন আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। এ সময় একটি গুলি দেলোয়ারের পেটের বাম পাশে লাগে বলে ওসি জানান।
পরে হাইওয়ে পুলিশ গুলিবিদ্ধ দেলোয়ারকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেলোয়ারের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে ওসি এনামুল জানিয়েছেন।