বৈঠকে সার্চ কমিটি
নির্বাচন কমিশন (ইসি) গঠনে লক্ষ্যে গঠিত সার্চ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কমিটির ছয় সদস্য বৈঠকে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচন কমিশনারের নাম পাওয়ার পর এই প্রথমবারের মতো নিজেদের মধ্যে বৈঠকে বসল সার্চ কমিটি।
রাষ্ট্রপতির গঠন করে দেওয়া এ কমিটির কাজকর্মে সাচিবিক দায়িত্ব পালন করছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী সপ্তাহেই মেয়াদ শেষ হচ্ছে রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের। তার আগেই নতুন প্রধান নির্বাচন কমিশন ও অন্যান্য নির্বাচন কমিশনার দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে সার্চ কমিটির।
গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দেন। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সার্চ কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।
সার্চ কমিটি এরই মধ্যে দুই দফায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছেন।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর রাষ্ট্রপতি ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন।
২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন করে। আগামী ৮ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে।