জঙ্গিবাদ শতভাগ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণ করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গিবাদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আমরা বলব না শতভাগ জঙ্গি নির্মূল করেছি, আর কোনোদিন এটা হবে না। বলব, আমরা নিয়ন্ত্রণ করেছি।’
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। আড়াইহাজারে এটিই প্রথম ফায়ার সার্ভিস স্টেশন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষ বুঝতে পেরেছে নিজেদের বাঁচার জন্যই জঙ্গিদের রুখতে হবে। অন্যথায় আমাদের উন্নয়ন ভেস্তে যাবে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়িয়েছে। জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী একত্রে কাজ করছে।
খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে বিএনপি নির্বাচনে যাবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান, আইনের বাইরে কেউ নয়। যে যতটুকু অপরাধ করবে, সে ততটুকু শাস্তি পাবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ-৫ সদর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনেয়ারা বাবলী।
এরপর বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক গণসমাবেশে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল।