দেশকে অস্থিতিশীল করতে নতুন নাগরিকত্ব আইন : ড. মঈন
মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই নতুন নাগরিকত্ব আইন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত আলোচনায় বিএনপি নেতা এ মন্তব্য করেন।
ড. মঈন বলেন, বাংলাদেশের মানুষ আইন মেনে নেয় কিন্তু কালাকানুন মেনে নেয় না। নাগরিকত্ব আইন তেমনি একটি কালো আইন। এই আইন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা ছাড়া আর কিছুই করবে না। এই আইন সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। এটি বাংলাদেশের নাগরিকদের কোনো উপকার করবে না বলেও মন্তব্য করনে তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ‘বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে, সেখানে আমাদের যে একটা ন্যাচারাল একটা ব্যালান্স, সেই ন্যাচারাল ব্যালান্সকে ধ্বংস করে দিয়ে, এই দেশকে অস্থিতিশীল করে দিয়ে, এই দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী তারা শাসন করবে, অপশাসন করবে। এই দেশের মানুষের সুযোগ-সুবিধা লুটেপুটে খাবে এবং এই দেশকে ধ্বংস করে দেবে—এই ধরনের একটি ব্যাড ল দিয়ে, এর চেয়ে ভালো কিছু এ দেশে হতে পারে না।’