মানুষের জন্য রাজনীতি করলে রাজপথে থাকতে হয় : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, রাজনীতি বড় কঠিন। রাজনীতি মানুষের জন্য। আর মানুষের জন্য রাজনীতি করলে পরিবার-পরিজন ছেড়ে রাজপথে থাকতে হয়। দলকে সুসংহত করতে হবে।
শনিবার সন্ধ্যায় নরসিংদীর ভেলানগর ভূইয়া কমিউনিটি সেন্টারে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন।
প্রতিনিধি সভার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল করি খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লাসহ জেলা ও উপজেলার ছাত্রদল-যুবদল ও তৃণমূল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ‘একসময় গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর ফসল-ফলাদিতে ভরপুর ছিল কিশোরগঞ্জ-সুনামগঞ্জের হাওরগুলো। এখন হাওর অঞ্চলের মানুষের ক্ষুধা নিবারণের খাবার নেই। তারা অপেক্ষায় আছে। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বস্তিতে থাকার প্রস্তুতি নিচ্ছে। আমার কৃষক ভাইয়ের সন্তানরা ভিক্ষে করে খাবে তা আর সহ্য হয় না।’
এ সময় বক্তারা দেশে ভয়ানক সংকট চলছে উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে আন্দোলন-সংগ্রাম বেগবান করাসহ নানা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।