লুটপাটের দর্শন চালু রাখতে অর্থমন্ত্রীকে বিরূপ মন্তব্য : রিজভী
বাজেটকে গণবিরোধী উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, লুটপাটের দর্শন চালু রাখতেই সংসদে অর্থমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন সংসদ সদস্যরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘পার্লামেন্টের মধ্যে অর্থমন্ত্রীকে ধুয়ে দিচ্ছে। অর্থমন্ত্রী অযোগ্য, মানসিক ভারসাম্যহীন। আরে ভাই বাজেট পাস হয় কখন, আপনার বাজেট পাস হয় তো কেবিনেটে। গণবিরোধী যে বাজেট, প্রধানমন্ত্রী জানেন, এই সরকার জানেন। লুটপাটের যে তাদের মানসিকতা, দর্শন সেটিকে রক্ষা করা, চালু রাখার জন্য এটি করা হয়েছে।’
গত ১ জুন সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ক্রেতা পর্যায়ে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক বাড়িয়ে ৮০০ করার প্রস্তাব করা হয়। বর্তমানে এ শুল্ক ৫০০ টাকা।