রনির গাড়িচালকের জামিন নামঞ্জুর
রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির গাড়িচালক ইমরান ফকিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে রনির গাড়িচালকের জামিন শুনানির জন্য দিন নির্ধারিত ছিল।
আবেদনের পরিপ্রেক্ষিতে চালক ইমরানের পক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে চালকের জামিনের বিরোধিতা করেন সংশ্লিষ্ট আদালতের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আমিনুল ইসলাম। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে চালক ইমরানের জামিনের আবেদন নামঞ্জুর করে দেন।
গত ৩১ মে রনির গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে ১ জুন ইমরান আদালতে দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ইমরানের স্বীকারোক্তিতে ঘটনার বর্ণনা দিলে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে একই দিনে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রনিকে ডিবি পুলিশ তিন দফায় ১০ দিনের রিমান্ডে নেয়। তবে রনি আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। রনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।
জোড়া খুনের এ মামলায় ঘটনার সময় রনির সাথে থাকা বন্ধু কামাল মাহমুদ, টাইগার কামাল ও জাহাঙ্গীর ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম ও ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা করেন।