অন্তর্বর্তীকালীন জামিন পেলেন আফসান চৌধুরী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরীকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এর আগে গত ১২ জুন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আফসান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দেন। আজ সেই জামিনের মেয়াদ শেষ হলে আদালতে নতুন করে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
গত ৭ জুন সম্মানহানির অভিযোগে আফসান চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। রাজধানীর গুলশান থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করা হয়।