সিদ্দিকুরের ঘটনায় পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক জানিয়েছেন, শাহবাগে সিদ্দিকুর রহমান আহত হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিনি বলেন, ‘ওই ঘটনায় পুলিশের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
আজ সোমবার পল্টনে কাবাডি লীগের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
আইজিপি শহীদুল হক বলেন, ‘পুলিশ বাহিনী একটি বড় বাহিনী। এ বাহিনীর ভেতর কিছু কিছু সদস্য আছে যারা অতি উৎসাহী। যদি অতি উৎসাহিত হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে এবং তদন্ত কমিটি এর প্রমাণ পায়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নিরপেক্ষ তদন্ত করার আশ্বাস দিয়ে আইজিপি জানান, সত্যিকারের ঘটনা বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘কারণ দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। পুলিশ বলছে তারা সিদ্দিকুরকে আঘাত করেনি এবং ছাত্ররা ফুলের টব ছুড়ে মেরেছে। সাধারণত কাঁদানে গ্যাস ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরের দিকে ছোড়া হয়। এখানে কী সমস্যা হয়েছিল তা দেখবে তদন্ত কমিটি।’
গত বৃহস্পতিবার শাহবাগে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় দুই চোখে আঘাত পান সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। অভিযোগ ওঠে, পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের শেলের কারণে চোখে আঘাত পান সিদ্দিকুর রহমান। তিনি এখন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তাঁর এক চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
এরই মধ্যে গতকাল রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহত সিদ্দিকুরকে হাসপাতালে দেখে আসেন। আজ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, উন্নত চিকিৎসকার জন্য সিদ্দিকুরকে ভারতে নেওয়া হবে।