এমপি লিটন হত্যা : কাদের খানের সামনে চারজনের সাক্ষ্যগ্রহণ
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় চারজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে চার সাক্ষীকে হাজির করা হয়। আদালতের বিচারক রাশেদা সুলতানা তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণের সময় আদালতে লিটন হত্যা মামলা ও অস্ত্র আইন মামলার প্রধান আসামি অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আবদুল কাদের খান উপস্থিত ছিলেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম শফিক এসব তথ্য জানান।
সাক্ষীরা হলেন জহুরুল ইসলাম, ফিরোজ কবীর, রবিউল ইসলাম ও জাহেদুল ইসলাম। এর আগে গত ১৮ জুলাই অস্ত্র আইন মামলার তদন্ত কর্মকর্তা সুন্দরগঞ্জ থানার সাবেক ওসি (তদন্ত) আশরাফুজ্জামান আদালতে সাক্ষ্য দেন।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার দক্ষিণ সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। পরে হত্যায় ব্যবহার করা একটি পিস্তল সাবেক কর্নেল ডা. আবদুল কাদের খানের ছাপরহাটি গ্রামের নিজ বাড়ির উঠানের মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা ছাড়া অস্ত্র আইনে কাদের খানের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়।