ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
নোয়াখালীতে রোহিঙ্গাদের স্থানান্তর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, রোহিঙ্গারা সব সময় সরকারের নজরদারিতে থাকবে।
আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের আবাসন প্রকল্পের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। দুপুরে হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ভাসানচরে পৌঁছান।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভাসানচরকে খুব শিগগির একটি সুন্দর আবাসন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ ও পরিবেশ নিয়ে চিন্তা সরকারের রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নির্দেশনামতে প্রথম পর্যায়ে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করার কথা চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা আছে। পরে কয়েকটি স্তরে আরো রোহিঙ্গা স্থানান্তরের কথাও জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও বিশেষ শাখার (এসবি) প্রধান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপপরিদর্শক (ডিআইজি) এস এম মনির উজ জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ।