বাংলাদেশ মগের মুল্লুক নয় : মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘বার্মা মগের মুল্লুক হতে পারে, বাংলাদেশ মগের মুল্লুক নয়। তারা আইন কানুন মানে না। তারা মুখে যা বলবে, সেটাই আইন মনে করে।’
আজ শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন মঈন খান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ওই সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য।
মঈন খান বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো লগি-বৈঠার আন্দোলনে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। কলমের শক্তি তরবারির শক্তির চেয়ে বেশি, আমরা সেই কলমের শক্তি, বাকশক্তির মাধ্যমে আন্দোলন করব। আমরা গণতন্ত্রের শেষ পর্যন্ত দেখতে চাই, লগি-বৈঠা, চাকু দিয়ে কলমের সাথে আওয়ামী লীগ পারবে না।’
মঈন খান আরো বলেন, ‘এটা ইতিহাসে সত্য যে, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ পলায়ন করেছিল সীমান্তের ওপারে, তারা যতই প্রচার করুক যে, তারা মুক্তযুদ্ধ করেছে, আসলে তারা মুক্তিযুদ্ধ না করে তারা লাফ দিয়ে পলায়ন করেছিল সীমান্তের ওপারে। আমরা গর্ব করে বলতে পারি আমাদের জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সত্যিকারের ধারক ও বাহক।’ তিনি আরো বলেন, ‘সরকার বুঝতে পেরেছে যে, তাদের জনসমর্থন নেই, নিরপেক্ষ নির্বাচন হলে তারা শূন্য আসন পাবে।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রায় ৩০০ আসনে জয়লাভ করবে, এটা যখন শেখ হাসিনা বুঝে ফেলেছে, তখন খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এমন কোনো কারাগার নেই যেখানে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নিয়ে যাবে।’
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান আসাদ বলেন, ‘খালেদা জিয়া দেশে ফেরার সময় যদি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লক্ষ লক্ষ জনগণ আন্দোলন গড়ে তুলব।'