ঘূর্ণিঝড় কোমেন : সব নৌপথে নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় ‘কোমেন’-এর কারণে অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌযান চলাচল বন্ধ রাখতে হবে বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বৃহস্পতিবার সকালের খারাপ আবহাওয়া দেখে বিআইডব্লিউটিএ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক গুলজার আলী।
একই সঙ্গে সড়ক ও জনপথের অধীনে সব ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি বন্ধ রাখার কথা বলা হয়। কেবল আশ্রয়কেন্দ্রে মানুষ স্থানান্তরের জন্য ফেরি কাজ করতে পারবে। এ ছাড়া উপকূলীয় এলাকার জেলাগুলোর সড়ক ও জনপথ বিভাগে কর্মরত কর্মকর্তাদের আগামী শনিবার পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।