অস্থিতিশীল পরিবেশ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাকে ঘিরে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার চাটমোহরে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
খালেদা জিয়ার চলমান মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার মামলা বিচারাধীন। কোর্ট জানে, কোর্টে যা ডিসিশন হবে, সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
এ ছাড়া মামলাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক শক্তিশালী বলব না, দেশের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে, আপনারা সেটা টের পাইছেন। তাঁরা নিজেদের রক্ত দিয়েও ভয়ংকর সন্ত্রাসীদের কাছ থেকে রক্ষা করেছে। কাজেই এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এর মোকাবিলা করার জন্য। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের পবিত্র দায়িত্ব। সেটা তারা করবেন।’
এ সময় দেশে বিদ্যমান জঙ্গি তৎপরতা নিয়েও কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে নিরাপত্তা বাহিনী কাজ করছে। তবে আমরা শেকড় উপড়ে ফেলতে পারিনি এখনো, আমরা যেটুকু করেছি আমরা নিয়ন্ত্রণে রেখেছি। জনগণ এই ধরনের জঙ্গিবাদ, এই ধরনের সন্ত্রাস পছন্দ করে না। জনগণের সহযোগিতায় আমরা এদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছি।’
আজ বৃহস্পতিবার পাবনার ফরিদপুরে নবনির্মিত থানা ভবনের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে তিনি ভাঙ্গুড়া থানা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
এরপর হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, র্যাব ১২-এর অধিনায়ক সেলিম মো. জাহাঙ্গীর, পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরসহ আরো অনেকে।