শিশু রাকিবের পরিবারকে রিকশা দিল বিএনপি
খুলনার নিহত শিশু রাকিবের পরিবারকে একটি রিকশা দিয়ে সহায়তা করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দুপুরে মহানগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে রাকিবের মা লাকি বেগম ও বাবা মো. নুরুল আলমের হাতে রিকশা তুলে দেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সারুজ্জামান মোর্ত্তজা, বিএনপি নেতা সেকেন্দার জাফরউল্লা খান সাচ্চু প্রমুখ।
নিহত শিশু রাকিব পরিবারের সদস্যদের আগামীতে যেকোনো বিপদে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন নজরুল ইসলাম মঞ্জু ।
গত ৩ আগস্ট রাতে খুলনা টুটপাড়া সেন্ট্রাল রোডে গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মোটর টায়ারে পাম্প দেওয়ার পাইপ মলদ্বারে প্রবেশ করিয়ে হত্যা করা হয় রাকিবকে (১২)। এ ঘটনায় গ্যারেজের মালিক মিন্টু খান ও তাঁর ভাই মো. শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে তাঁদের মা বিউটি বেগমকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ তিনজনই বিভিন্ন সময়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।