শিশু রাকিব হত্যায় প্রধান আসামির জবানবন্দি
খুলনার শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি মো. শরীফ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম আদালত ‘ক’ অঞ্চলের বিচারক ফারুক ইকবালের খাস কামরায় এ জবানবন্দি দেন আসামি।
খুলনা মহানগররে অতিরিক্ত পুলিশ কমিশনার ও মামলার প্রধান সমন্বয়কারী মাহবুবুল হাকিম এ বিষয়ের সত্যতা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।
খুলনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এনটিভি অনলাইনকে বলেন, জিজ্ঞাসাবাদে মো. শরীফ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। পরে বিকেলে আদালতে পাঠানো হয়। তবে আসামি জবানবন্দিতে কী বলেছেন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি ওসি।
আদালতের একটি সূত্র জানায়, জবানবন্দিতে শরিফ ঘটনার জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন। ইয়ার্কি করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন। হত্যার জন্য শিশু রাকিবের পেটে বাতাস ঢুকানো হয়নি, ঘটনাটি দুর্ঘটনা।
গত ৩ আগস্ট রাতে খুলনা টুটপাড়া সেন্ট্রাল রোডে গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মোটর টায়ারে পাম্প দেওয়ার পাইপ মলদ্বারে প্রবেশ করিয়ে হত্যা করা হয় রাকিবকে (১২)। এ ঘটনায় গ্যারেজের মালিক মিন্টু ও তাঁর ভাই শরীফকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে তাঁদের মা বিউটি বেগমকেও পুলিশের হাতে দেওয়া হয়।
গতকাল সোমবার গ্যারেজের মালিক মিন্টু খান (৪৫) ও তাঁর ভাই মো. শরীফকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পায় পুলিশ।
এর আগে গত ৬ আগস্ট রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগমকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।