ইজতেমার প্রস্তুতি খুব সুন্দর : স্বরাষ্ট্রমন্ত্রী
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি ইজতেমার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা দেখেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রস্তুতি খুব সুন্দর। আমরা নিরাপত্তার ব্যাপারটা দেখছি। সব ধরনের নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা সবই আছে যাতে এটা নির্বিঘ্নে হয়।’
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ শুক্রবার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ইজতেমায় চার হাজারের অধিক বিদেশি অতিথি ছিলেন। এবারো সমসংখ্যক পৌঁছেছেন এবং আরো পৌঁছাবে। আমরা চাই আগেরটির মতোই সুন্দভাবে সুসম্পন্ন হবে এবং মানুষ যারা আসছে তারা স্বাভাবিকভাবে ফিরে যেতে পারবে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, দ্বিতীয় পর্বেও পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্বও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক, অতিরিক্ত উপমহাপরিদর্শক জাভেদ পাটওয়ারী, গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।