ষষ্ঠবারের মতো পেছাল কিবরিয়া হত্যা মামলার চার্জগঠন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ২৫ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত না হওয়ায় আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এই দিন ধার্য করেন।
এ নিয়ে ষষ্ঠবারের মতো অভিযোগ গঠনের তারিখ পেছানো হলো।
আজ মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছসহ ১৩ জনকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। তবে অসুস্থতার জন্য আদালতে হাজিরা দিতে পারেননি আরিফুল হক চৌধুরী।
সব আসামি উপস্থিত না হওয়ায় আদালত ২৫ আগস্ট মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ঘোষণা করেন।
এ সময় আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল খালিদ, এ কে মাসুদ টিপু, লালা প্রমুখ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, সব আসামি উপস্থিত না হলে অভিযোগ গঠনের কোনো বিধি নেই। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, অভিযোগ গঠনের পর ৯০ দিনের মধ্যেই শেষ করা হবে মামলার কার্যক্রম।
এর আগে ৩ আগস্ট, ২৩ জুলাই, ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলার পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ জানান, জেল কর্তৃপক্ষ আদালতে আরিফুল হক চৌধুরীর অসুস্থতা সম্পর্কে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদনের ওপর পর্যালোচনা করে আদালত মামলার পরবর্তী তারিখ ২৫ আগস্ট নির্ধারণ করেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় চালানো গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।