শওকত মাহমুদের মুক্তির দাবিতে যশোরে সমাবেশ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন যশোরের সাংবাদিকরা।
আজ বুধবার সকালে যশোর প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিক ইউনিয়ন-যশোর। সংগঠনের সভাপতি নূর ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সাবেক নেতা ফকির শওকত, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন-যশোরের সাবেক সভাপতি মহিদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক নেতা শওকত মাহমুদের মুক্তি দাবি করে বলেন, মত প্রকাশের স্বাধীনতার ওপর যেভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এভাবে কোনো সরকারই তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারে না। বর্তমান সরকারও যে হীন উদ্দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে- তা সফল হবে না।