খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ
খুলনার আলিম জুট মিলস লিমিটেড বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকরা আজ সোমবার খুলনা-যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে। আজ সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয় নগরীর আটরা শিল্প এলাকায় আলিম জুট মিলের সামনে। এই সময় সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সকাল ১০টার দিকে মিলের প্রশাসনিক ভবনের সামনে থেকে শ্রমিকরা লাঠি মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কের সামনে গিয়ে অবস্থান নেয়। এই সময় সড়কের ওপর কারখানার সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, আলিম জুট মিল সিবিএ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক নেতা জাকারিয়া শেখ, আমিনুল ইসলাম প্রমুখ।
খান জাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করে বলেন, আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কারখানাকে রক্ষা করতে হলেও সে রকম আন্দোলন করতে হবে। তিনি কারখানা রক্ষার্থে আরো কঠিন সংগ্রামের প্রস্ততি নিতে আহ্বান জানান।
আইনি জটিলতা ঊর্ধ্বে রেখে দ্রুত কারখানাটি চালু করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার জন্য বিজেএমসির প্রতি দাবি জানিয়েছে শ্রমিকরা। কারণ হিসেবে শ্রমিকরা জানান, বেসরকারি খাতে মিলটি ছেড়ে দেওয়া হলে অন্য পাটকলগুলোর মতো এটিও বন্ধ হয়ে যাবে। আর অনিশ্চিত হয়ে পড়বে প্রায় আড়াই হাজার শ্রমিক-কর্মচারীর বকেয়া পাওনা।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বেসরকারি খাতে ছেড়ে দিতে উচ্চ আদালতের নির্দেশনা আছে। এই নিদের্শনার বিরুদ্ধে সাড়ে তিন মাস ধরে শ্রমিকরা লাগাতার আন্দোলন করে যাচ্ছে। আর এই সময় মিলের উৎপাদন বন্ধ আছে। শ্রমিকরাও সাড়ে তিন মাস ধরে বেতন-ভাতা ও মজুরি পাচ্ছে না।