কক্সবাজারে পাহাড়ে ধস, নিহত ১
কক্সবাজার সদর উপজেলায় পাহাড় ধসে ফারজানা রশিদ (১৪) নামের বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এই সময় আরো তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ায় পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে।
ফারজানা এ এলাকার বাসিন্দা। ফারজানা ইলিয়াস মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহীম উল্লাহ জানান, গতকাল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয় কক্সবাজারে। প্রবল বর্ষণের কারণে ওই এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
পাহাড় ধসের ঘটনা শুনে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল মজিদের নেতৃত্বে উদ্ধার কাজ করে উদ্ধারকর্মীরা। এ সময় স্থানীয় বাসিন্দারা উদ্ধারকর্মীদের সাহায্য করে।
গতকাল সোমবারই অতিভারি বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
দুইদিন ধরে টানা বর্ষণে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকার নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে কক্সবাজার শহরের বেশির ভাগ এলাকা হাটু এবং কোমর পানির নিচে তলিয়ে যায়।