রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর
সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলাটি মহানগর হাকিম আদালত থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম এসব নির্দেশ দেন।
যদিও দেশব্যাপী আলোচনার ঝড় তোলা এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির ঘোষণা দিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার শুনানির নির্ধারিত দিন পলাতক কামরুলসহ তিন আসামি ছাড়া বাকি ১০ আসামিকে হাজির করা হয়।
রাজন হত্যার পরপরই সৌদি আরবে পালিয়ে যায় মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম। তবে তাকে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে সৌদি আরব সরকার। তাকে দ্রুতই ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয় ঘাতকরা। সেই ভিডিও দেখে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।
দেশব্যাপী সমালোচনার মুখে টনক নড়ে পুলিশ প্রশাসনের। জনতার সহায়তার একে একে গ্রেপ্তার করা হয় এ ঘটনায় জড়িতদের। গত ১৬ আগস্ট আলোচিত এই হত্যা মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র প্রদান করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে উল্লেখিত আসামিদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার ও তিনজনকে পলাতক দেখানো হয়।
আদালতের নির্দেশে পলাতক তিন আসামি কামরুল, তার ভাই শামীম ও পাভেলের বাড়ির মালামালও জব্দ করেছে পুলিশ।