বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি চবি শিক্ষকদের
শিক্ষক সমাজের জন্য অবমাননাকর বৈষম্যমূলক বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
urgentPhoto
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল মনসুর।
সমাবেশে বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধৈর্য ধারণ করেছেন। বেতন কাঠামো পুনর্নির্ধারণ না করলে বৃহত্তর কঠোর আন্দোলনে যেতে বাধ্য করা হবে।
সমাবেশ শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
গতকাল সোমবার মন্ত্রিসভায় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। এতে মূল বেতন সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা বেতন নির্ধারণ করা হয়।