ববি হাজ্জাজের দলকে নিবন্ধন দিতে রুল
ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম) নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ রোববার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে এনডিএমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
এর আগে গত ২৭ জুন নিবন্ধন চেয়ে এনডিএমের করা আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন হাইকোর্ট।
পরে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন চেয়ে করা আবেদন খারিজের কথা জানানো হয়। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত উপরোক্ত রুল জারি করেন।
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ তাঁদের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেছিলেন। নিবন্ধন না হওয়ার কারণে স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছে না। এ ছাড়া সামনে জাতীয় নির্বাচন আসছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে দলটি প্রচারও করতে পারছে না। দলের রেজিস্ট্রেশন ছাড়া এগুলো করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ। তাঁর বাবা ধনকুবের ব্যবসায়ী মুসা বিন শমসের।