‘নির্বাচনের একশো দিন আগে সংসদ ভেঙে দিতে হবে’
জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নির্মাণের জন্য একশো দিন আগে সংসদ ভেঙে দেওয়া ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
আজ শুক্রবার চট্টগ্রামেরএকটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ওই সমাবেশের আয়োজন করে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘একশো দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। মন্ত্রিসভা ভেঙে দিতে হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের একমাস আগে থেকে সেনাবাহিনীর টহল নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে সাময়িকভাবে।’
জেএসডি চট্টগ্রাম মহানগরের সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘গণ সমাবেশে’ বক্তব্য দেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
সরকারের উদ্দেশে আ স ম আবদুর রব বলেন, ‘জাতীয় সংলাপ ডাকেন না কেন?’ তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে চাই। তবে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। মন্ত্রিসভা বাতিল করতে হবে। সেনাবাহিনী দিয়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে।’
মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেন, ‘গায়ের জোরে আপনাদের মানতে হবে। কারণ মন থেকে আপনাদের মানবার তো কোনো কারণ নেই। আপনারা তো ভোটে জেতেন নাই। ভোট তো হয়নি।’
মান্না আরো বলেন, ‘আবার ওই রকম আরেকবার জেতার চেষ্টা করছেন তারা।’ তিনি বলেন, ‘আমাদের প্রথম দাবি একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। গায়ের জোরে ষড়যন্ত্র করে কিছু করবেন, সেটা করতে পারবেন না।’