দাবি মানার আশ্বাস, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনার বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি সরকার মেনে নিয়েছে জানিয়ে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীতে আজ বুধবার চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে সৃষ্ট অচল অবস্থা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা মন্ত্রী বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের আহ্বান জানাব, তোমাদের যে সমবেদনা যে দুর্ভোগ- সারা দেশে এই মেসেজ পৌঁছে গেছে। আমরা অনুরোধ করব, তোমাদের দাবি সবই মানা হয়েছে। যারা অন্যায় করেছে, যারা ঘাতক, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি যাতে তারা পায়, সেই ব্যবস্থা আমরা করছি। অভিভাবক, শিক্ষক যারা আছেন, তাদের বলছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের অনুরোধ করুন, তারা যেন ক্লাসরুমে ফিরে আসে।
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা অবরোধ তুলে নেবেন, এই অনুরোধ আমরা জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘তাৎক্ষণিকভাবে আমরা মনে করেছি যে, আমরা একটা মিটিং এ বসি। কারণ তিনদিন হয়ে যাচ্ছে, আমাদের এই প্রিয় ছাত্ররা, আমাদের সন্তানরা এইভাবে বসে থাকবে, এটি কারো কাম্য না। সে জন্যই আমরা তাৎক্ষণিকভাবে বসেছি। মাননীয় প্রধানমন্ত্রীও চান, আমাদের প্রিয় সন্তানরা রাস্তা থেকে উঠে আসুক। একটা স্বাভাবিক অবস্থায় চলে আসুক।’
যেখানে মালিক-শ্রমিকরাই আইন মানছেন না সেখানে তাঁদেরকে দিয়ে চেক কীভাবে করাবেন এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই পরিবহনে মালিক-শ্রমিকদেরকে যদি আমরা সম্পৃক্ত না করি কারণ তাঁরাই পরিবহন খাতকে নিয়ন্ত্রণ করেন, তাহলে কীভাবে এই বিষয়টি আমরা বাস্তবায়ন করব। আমি প্রথমেই বলেছি, সংগঠনে তাঁরা ব্যবস্থা নেবেন। প্রয়োজনবোধে আমাদের প্রশাসনের, আমাদের নিরাপত্তা বাহিনীর লোকও সেখানে থাকবেন, তাঁরা সঠিকভাবে কাজটি করছেন কি না সেটি দেখার জন্য।’
দীর্ঘমেয়াদি এই সমস্যা এত অল্প সময়ের মধ্যে সমাধান হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা যথার্থই বলেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, এই দুর্ঘটনাগুলো যাতে না ঘটে, ট্রাফিক আইন যেন মেনে চলে। এখানে মালিক, শ্রমিকরা তো মানবেই সঙ্গে পথচারীরাও যেন মেনে চলে। সব দুর্ঘটনা যে মালিক বা শ্রমিকরাই করে তা কিন্তু না, পথচারীরাও ভুল করে থাকে। পথচারীরাও যেন আইনটা মেনে চলে আমরা সেই কাজটিই করতে চাচ্ছি। সেই জন্যই সবার সহযোগিতা চাচ্ছি।’
ফিটনেসবিহীন গাড়ি কবে থেকে চলা বন্ধ হবে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা দেখেছেন আমাদের সড়ক পরিবহনমন্ত্রী মহোদয় মোবাইল কোর্ট অলরেডি চালু করে দিয়েছেন। আমাদের কাজ হলো, সব আইনগুলো সঠিকভাবে হচ্ছে কি না সেটাই আমরা দেখাশুনা করি। সেটা আমরা করছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি সবাইকে আহ্বান করেছি, ট্রাফিক আইন মেনে চলতে। আমাদের ট্রাফিক আইন যাঁরা অমান্য করেন আজকে থেকে সবাইকে আমি আহ্বান করছি ট্রাফিক আইন মেনে চলতে।’ এ সময় তিনি আরো বলেন, আইন সবার জন্য সমান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নৌমন্ত্রী শাজাহান খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও এলজিইআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।