আসন ১১ হাজার, উত্তীর্ণ সাড়ে ৪৮ হাজার
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক চার শতাংশ। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৪৪৮ জন। সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের আসনসংখ্যা ১১ হাজার ৪৯টি।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ৭৫ আর সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০।
সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা তিন হাজার ১৬২টি, সরকারি ডেন্টালে ৫৩২টি, বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ও বেসরকারি ডেন্টালে এক হাজার ৩৫৫টি।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে এবার পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বছর পাসের হার ছিল প্রায় ৩০ শতাংশ, এবার সেই হার বেড়েছে।’