‘রায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘আগামী ১০ই অক্টোবর ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোন আশঙ্কা নেই, তবে যেকোনো পরিস্থিত মোকাবেলায় প্রস্তুত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে উন্নয়ন মেলা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেটাই বিচারক রায় ঘোষণা দেবেন সে রায় কার্যকর হবে অবশ্যই। আইন শৃঙ্খলার কথা বলেন, আপনারা যে আশঙ্কা করছেন, কোনো কিছুই হবে না। বরং মানুষ এ রায়কে উৎসাহের সঙ্গে বাস্তবায়নটা দেখতে চায়। এ দেশের মানুষ কালো দাগ আবারো মুছে ফেলতে পারবে সে আনন্দে থাকবে।’
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী ১০ অক্টোবর ঘোষণা করা হবে। গত ১৮ সেপ্টেম্বর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ দিন ধার্য করেন।
২১ আগস্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামি ছিলেন ৫২ জন। এর মধ্যে তিন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাঁদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুল।
এখন আসামি ৪৯ জন। এর মধ্যে এখনো ১৮ জন পলাতক। মামলার আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, সেনা কর্মকর্তা রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ ২৩ জন আগে থেকেই কারাগারে।