‘রাজনৈতিক কারণে ব্যারিস্টার মইনুলকে ধরা হয়নি’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রাজনৈতিক কারণে ব্যারিস্টার মইনুলকে ধরা হয়নি। সারা দেশে তাঁর বিরুদ্ধে অনেক মানহানির মামলা হয়েছে- যার প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে কেআইবি কনভেনশন হলে দেশব্যাপী জরুরি অ্যাম্বুলেন্স সেবার অ্যাপস উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, মইনুলকে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) জানেন যে, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অপমানজনক শব্দ ব্যবহার করায় বিভিন্ন স্থানে নারীরা তাঁর (মঈনুল) বিরুদ্ধে মামলা দায়ের করেছে। রংপুরে দায়ের করা মানহানির মামলায় মইনুলকে গ্রেপ্তার করা হয়েছে।’
গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠান আদালত।
মইনুল হোসেনের বিরুদ্ধে এখন পর্যন্ত দেশব্যাপী সাতটি মামলা দায়ের করা হয়েছে। এসবের মধ্যে মাসুদা ভাট্টি নিজে বাদী হয়ে ২১ অক্টোবর ঢাকায় মানহানির একটি মামলা করেন। একই দিনে জামালপুর, কুমিল্লা ও কুড়িগ্রামে আরো তিনটি মামলা করা হয়। সেই সাথে সোমবার ভোলা ও রংপুরে একটি করে মামলা হয়। এ ছাড়া কক্সবাজারে তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জে চার ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ আইনের ঊর্ধ্বে নয় জানিয়ে তিনি বলেন, ওই সব ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ করা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি এ ঘটনা ঘটিয়ে থাকে তার উপযুক্ত বিচার হবে। আমরা তদন্ত করে বের করে নেব।’