নির্বাচনে বিশৃঙ্খলা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী আগের চাইতে অনেক বেশি পেশাদারি ভূমিকা রাখে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাঁরাই কঠোরভাবে মোকাবিলা করবে বলেও তিনি হুঁশিয়ারি জানান।
আজ শনিবার জেল হত্যা দিবস উপলক্ষে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এরপরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের নির্বাচন কমিশন আছে, তাদেরই দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আগের থেকে অনেক দক্ষ, পেশাদারত্বে তাঁরা অনেকখানি সক্ষম। কাজেই কোনো ধরনের বিশৃঙ্খলার যদি কেউ চেষ্টা করে তারা সেটা মোকাবিলা করতে পারবে।’
এর আগে সকালে একই হুঁশিয়ারি জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছিলেন, ‘কেউ যদি আজকে সংলাপে এসে একটা লোক দেখানো অংশ নেয় এবং ভেতরে ভেতরে অন্য প্রস্তুতি নিতে থাকে, যদি সহিংসতার দিকে পা বাড়ায় সেই অবস্থায় আমরাও প্রস্তুত।’