রাজন হত্যা মামলার রায় আজ
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায় আজ রোববার। মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করবেন। গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করেন তিনি।
গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। ১ অক্টোবর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এর আগে গত ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার।
মামলার ১৩ আসামির মধ্যে দুজন পলাতক ও ১১ জন কারাগারে রয়েছেন। কামরুল ছাড়া রাজন হত্যা মামলার বাকি আসামিরা হলেন মুহিদ আলম, আলী হায়দার, শামীম আহমদ, পাভেল আহমদ, ময়না চৌকিদার, রুহুল আমিন, তাজউদ্দিন আহমদ বাদল, দুলাল আহমদ, নুর আহমদ, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ ও আয়াজ আলী। এর মধ্যে পাভেল ও শামীম এখনো পলাতক।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এ সময় ঘাতকরা নির্যাতনের দৃশ্য ভিডিওচিত্রে ধারণ করে, যা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।