খুলনায় রাকিব হত্যা মামলার রায় আজ
খুলনায় শিশু রাকিব হত্যা মামলার রায় আজ রোববার। মহানগর দায়রা জজ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করবেন। গত ১ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দিন নির্ধারণ করেন তিনি।
এ মামলার তিন আসামি হলেন মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগম। তিনজনই কারাগারে আছেন।
গত ৩ আগস্ট খুলনা মহানগরের টুটপাড়ার একটি গ্যারেজে শিশু রাকিবকে ধরে নিয়ে তার মলদ্বারে কমপ্রেসারের হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন শিশু রাকিবের বাবা মো. নূরুল আলম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। আর ঘটনার পরপরই এলাকাবাসী গণপিটুনি দিয়ে মো. শরিফ ও মিন্টু খানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরে বিউটি বেগমকে আটক করে। খুলনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহমেদ তদন্ত শেষে গত ২৫ আগস্ট মামলায় তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। গত ১১ অক্টোবর থেকে এ মামলায় টানা ৩৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।