ফাঁসির পর গণজাগরণ মঞ্চের উল্লাস
সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের পর পরই উল্লাসে মেতে ওঠেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। একে-অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন তাঁরা।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সাকা চৌধুরী ও মুজাহিদের রায় কার্যকর করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘ইতিহাসের কলঙ্ক দায়মুক্তির পথে আরো একধাপ এগিয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা না করাটা ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষারই প্রতিফলন। এ রায় এবং কার্যকর করার ঘটনা চিরস্মরণীয় হয়ে থাকবে।’ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অন্যদের বিচার দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি।
মুক্তিযুদ্ধের সময় মুজাহিদের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা জড়িত থাকার বিষয়টি আদালতে প্রমাণিত হয়। একই সঙ্গে সাকা চৌধুরীর বিরুদ্ধেও হত্যা ও গণহত্যার অপরাধ প্রমাণ করে রাষ্ট্রপক্ষ।