গোপালগঞ্জে দুই শিশুকে শ্বাসরোধে হত্যা
গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে দুই সহোদর শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
শিশু দুটি হলো চতুর্থ শ্রেণির ছাত্র রায়হান সরদার, তার ভাই চার বছর বয়সী রইজ সরদার। ঘটনার সময় তাদের মা কুলসুম বেগম বাড়িতে ছিলেন। বাবা ইউসুফ সরদার ছিলেন বাইরে। ইউসুফ টুঙ্গীপাড়ায় একটি মাদ্রাসার শিক্ষক বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, বড় শিশুটির লাশ ঘরের ভেতরে খাটের ওপর পা বাঁধা অবস্থায় ছিল। তার ছোট ভাইয়ের লাশ বারান্দায় থাকা খাটের ওপর পড়ে ছিল।
এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এ হত্যাকাণ্ডের সঙ্গে মা জড়িত।’ লাশ দুটি গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।