পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মূল্যায়ন করছে সরকার
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা হবে কি না— বিষয়টি সরকার মূল্যায়ন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ রোববার রাজধানীর ধানমণ্ডির ডব্লিভিএ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশকে ভারতের স্বীকৃতি দেওয়ার ৪৪ বছর উপলক্ষে ‘কালের কষ্টিপাথরে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এ আলোচনা সভাটি আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (পাকিস্তান) সঙ্গে সম্পর্ক নিয়ে আমরা মূল্যায়ন করছি। কী করা দরকার সেগুলোও ভাবছি। কিন্তু সম্পূর্ণ জিনিসটাই একটা চলমান প্রক্রিয়া।’
আলোচনা সভায় প্রয়াত লেখক-ব্লগার অভিজিত রায়ের বাবা অজয় রায় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করুক আর না করুক, বাংলাদেশে আইএসের প্রতিচ্ছবি যে আছে সে বিষয়ে সন্দেহ থাকার কথা না। আইএসের হয়তো সাংগঠনিক কোনো অঙ্গসংগঠন এখানে নেই। আদর্শিক উদ্দীপ্ত সংগঠন যথেষ্ট তৈরি হয়েছে। তরুণ সমাজকে আহ্বান জানাব, ঘরের সভায় নয়, রাজপথে নেমে আসুন এবং প্রয়োজন হলে ওই মৌলবাদীদের বিরুদ্ধে সশস্ত্র হামলা চালান। তারা যদি সশস্ত্র চালাতে পারে। আমরা কেন সশস্ত্র হামলা চালাতে পারব না।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধীদের পক্ষ নিয়ে পাকিস্তান যে ভূমিকা পালন করছে, তাতে ওই দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক রাখার যৌক্তিকতা নেই। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার সক্রিয়ভাবে ভাবছে।
সম্প্রতি যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে উদ্বেগ জানায় পাকিস্তান সরকার।
অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকায় ভারতের সঙ্গে সমস্যা অনেকটাই মনস্তাত্ত্বিক উল্লেখ করে এ এইচ মাহমুদ আলী বলেন, এসব সমস্যা স্থানীয় পর্যায়ে সমাধানের জন্য দুই দেশের জেলা প্রশাসক পর্যায়ের বৈঠকের মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।