সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার কঠোর : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ আর দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকার সবসময়ই কঠোর অবস্থানে আছে।’
আজ বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে ৪৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ রোইং ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের স্বার্থে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই এখন ঐক্যবদ্ধ।’ পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় রোইং ফেডারেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।