বিদেশ থেকে টাকা পাঠিয়ে বিদেশি হত্যা : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিদেশ থেকে টাকা পাঠিয়ে চুক্তির মাধ্যমে বিদেশিদের হত্যা করা হয়েছে।
আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলেম-ওলামা ও বিভিন্ন মসজিদের ইমাম-খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতালির নাগরিক তাভেলা সিজার থেকে শুরু করে বিদেশি সব নাগরিক হত্যা, রাজধানীর ইমামবাড়া ও বগুড়ায় শিয়া মসজিদে বোমা হামলা করে মানুষ হত্যা বিদেশ থেকে টাকা পাঠিয়ে কন্ট্রাক্ট কিলিংয়ের (চুক্তিতে হত্যা) মাধ্যমে করা হয়েছে।’
বক্তব্যে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে সারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশ পালন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন-সার্বভৌম প্রতিষ্ঠান। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত।
‘যে সিদ্ধান্ত আমাদের নির্বাচন কমিশন দেবে, সেটাই সুন্দরভাবে আমাদের নিরাপত্তা বাহিনী এখানে পালন করবে। কাজেই এই যে আপনাদের আশঙ্কা নির্বাচন ঘিরে যে সহিংসতা হতে পারে, আমি তা মনে করি না’, যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।