ব্লগার রাজীব : আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ২৭ ডিসেম্বর
ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক সাঈদ আহম্মেদের আদালতে এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ছিল।
সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহবুবুর রহমান প্রথমে যুক্তি উপস্থাপন করেন। তিনি শুনানিতে বলেন, মামলার সব সাক্ষী সাক্ষ্য দিয়ে আদালতে প্রমাণ করেছেন যে অভিযুক্ত আটজনই রাজীবকে হত্যা করেছেন। হত্যার অভিযোগে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃতুদণ্ড হওয়া উচিত।
যুক্তি উপস্থাপন শেষে বিচারক আগামী ২৭ ডিসেম্বর এ মামলার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করেন।
পিপি মাহবুবুর রহমানের সহকারী আইনজীবী ফয়সাল ভূইয়া অনি এনটিভি অনলাইনকে জানান, আজ আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ আগামী তারিখে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণা করা হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তরা কুপিয়ে রাজীব হায়দার শোভনকে হত্যা করেন।
এ ঘটনায় নিহত রাজিবের বাবা ডা. নাজিম উদ্দীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রের মধ্যে সাত আসামি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।