‘নিরপেক্ষ’ কমিশনের অধীনে নির্বাচন চাইলেন নোমান
নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ শনিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য নোমান এ দাবি জানান।
সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচন ও ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে ‘তামাশা’ মন্তব্য করে আবদুল্লাহ আল নোমান অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচনের দাবি জানান।
‘অবিলম্বে ভোটারবিহীন যে নির্বাচন হয়েছে, যে পার্লামেন্ট হয়েছে, এটাকে বাতিল করে আজকে নতুনভাবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন দেওয়া হোক। জনগণের ভোটাধিকার প্রয়োগে যাতে এই নির্বাচনে আইগতভাবে, আইনি প্রক্রিয়ায়, সংবিধান প্রয়োজনে পরিবর্তন করা হয়, সেটা আমাদের আজকের দাবি’, বলেন নোমান।
বিএনপির ভাইস চেয়ারম্যান অভিযোগ করে বলেছেন, দেশে জুলুম-নির্যাতনের বিরুদ্ধে কথা বলা যায় না। প্রতিবাদ করলে কারাগারে যেতে হয়।
সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।