সংঘর্ষের পর চবি ছাত্রলীগের কমিটি স্থগিত
দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের কমিটি ও এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজ বুধবার সকালে এনটিভি অনলাইনকে জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
ছাত্রলীগের এই নেতা জানান, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত হওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে স্থগিত থাকবে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমও।’
এ ছাড়া চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনকে কেন বহিষ্কার করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জাকির হোসাইন। তাঁদের জবাবের ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া বলে বলে জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার টিপু ও সুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ছয়জন আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই চবি ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করল কেন্দ্রীয় কমিটি।