সিলেটে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)।
মানববন্ধন চলাকালে ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল ছত্রীর পরিচালনায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সুজন সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রমুখ।
বক্তরা এ আলোচিত মামলার তদন্তের ধীর গতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সাগর-রুনিসহ দেশের সব স্থানে সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।