মানিকগঞ্জে নিহত স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোর গ্রামের নিহত স্কুলছাত্রী তাম্মি আক্তার ময়নার (১৫) উত্ত্যক্তকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে কেল্লাই মনসুর উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী এই মানববন্ধন করেন।
কাকজোর গোল্ডেন স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে আজ বেলা ১১টার দিকে দাবি সংবলিত ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হন ময়নার বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এবং এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ। এরপর সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে বখাটে রাব্বি ও সোহানসহ সহযোগীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেয় তারা। এ সময় ময়নার বাবা তৈয়ব আলী বিশ্বাস বলেন, ‘আমার মেয়েকে যারা উত্ত্যক্ত করে গাড়ির ধাক্কায় মেরে ফেলেছে, আমি তাদের ফাঁসির দাবি করছি। এরপর আর কোনো মেয়ে যেন এ রকম ঘটনার শিকার না হয়।’
গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটির পর নবম শ্রেণির শিক্ষার্থী ময়না সহপাঠীদের সঙ্গে কাকজোর গ্রামের বাড়িতে ফিরছিল। এ সময় পথে পিকআপ ভ্যান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল রাব্বি, সোহান ও তার বন্ধুরা। তারা পিছু নিয়ে ময়নাকেও উত্ত্যক্ত করতে থাকে এবং একপর্যায়ে পিকআপ ভ্যান দিয়ে ময়নাকে ধাক্কা দিয়ে পাশের খাদে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনদিন পর শনিবার বিকেলে মারা যায় ময়না। এ ঘটনায় শনিবার রাতে ঘিওর থানায় রাব্বি ও সোহানের বিরুদ্ধে মামলা করেন ময়নার বাবা।