সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক
প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে আজ সোমবার সকাল ৬টার দিকে কেওয়াটখালী লেভেল ক্রসিংয়ে একটি বালুভর্তি ট্রাক ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা দিলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলের স্টেশন সুপারিনটেনডেন্ট (এসএস) গাজী মোফাজ্জাল হোসেন জানান, কেওয়াটখালী থেকে আসা উদ্ধারকারী ট্রেন, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া ট্রেনগুলো এর মধ্যেই ছাড়তে শুরু করেছে।
এর আগে আজ সকালে গাজী মোফাজ্জাল হোসেন জানিয়েছিলেন, কেওয়াটখালী লেভেল ক্রসিংয়ে একটি বালুভর্তি ট্রাক ঢাকাগামী ৬৬ ডাউন ট্রেনের ইঞ্জিনকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে এর চালক রবিন ও তাঁর সহকারী মোফাজ্জাল আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় পর ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি অন্য একটি ইঞ্জিন ময়মনসিংহ জংশন স্টেশনে ফেরত নিয়ে যায়।
তবে ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা বড় আকার ধারণ করেনি বলেও মন্তব্য করেন মোফাজ্জাল হোসেন।