আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে দেশের সন্ত্রাসীদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো ধরনের সম্পর্ক নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘আমাদের সন্ত্রাসী, চরমপন্থী ও জঙ্গিরা হোমবাউন্ড। আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ নেই বলেই আমরা তাদের দমন করতে পেরেছি।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি, মানবাধিকার, সন্ত্রাস দমন, এন্টি-টেরোরিজম ইউনিট গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদল।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রী পদমর্যাদার দুজন কর্মকর্তাসহ ১৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে আমরা যে সাফল্য পেয়েছি এর পেছনের কারণ সম্পর্কে তাঁরা জানতে ছেয়েছেন। এ ছাড়া সন্ত্রাস দমনের ক্ষেত্রে মানবাধিকারের কোনো লঙ্ঘন হচ্ছে কি না এ সম্পর্কেও তাঁরা আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। জবাবে আমি তাদের বলেছি যে, আমাদের দেশের মানুষ সন্ত্রাস ও জঙ্গিবাদ পছন্দ করে না। তা ছাড়া এ সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ জন্যই আমরা তাদের সহজেই দমন করতে পারছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিনিধিদল আমাদের কাছে সন্ত্রাস দমন ও জঙ্গি নির্মূলের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের বলেছি যে, এসব ক্ষেত্রে দেশের আলেম-ওলামা, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা পাচ্ছি। সাধারণ মানুষও সন্ত্রাস পছন্দ করে না। কাজেই মানবাধিকারের লঙ্ঘনের কোনো ঘটনা এখানে ঘটছে না। তা ছাড়া আমরা এন্টি-টেরোরিজম ইউনিট ও সাইবার ক্রাইম প্রতিরোধ ইউনিট গঠন করেছি। এ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কম। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা অনেক বেশি। প্রশিক্ষণ ও তথ্য আদান-প্রদানসহ আমরা বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছি। তারা আমাদের এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা প্রদান করতে আগ্রহ দেখিয়েছে।’
বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।