দুপুর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি বেশির ভাগ প্রার্থী
ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার এ সময় শেষ হবে বিকেল ৫টায়। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলেই বোঝা যাবে বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন কি না।
গতকাল শনিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র পাঁচজন। তাঁদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া ববি হাজ্জাজ ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সমর্থিত কামরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল ইরাত আহমেদ চৌধুরী, সামসুল আলম চৌধুরী ও আবদুল্লাহ আল কাফি মনোনয়নপত্র জমা দেন। তবে এখন পর্যন্ত প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৩০ জন মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ দুপুর পর্যন্ত জমা দিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে গতকাল চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সকালে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন, বাংলাদেশ ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক বাহারানে সুলতান ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহীন।
তবে বিএনপি সমর্থিত কোনো প্রার্থীকে দুপুর ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।
এ ছাড়া শেষ দিনে ঢাকার দুই অংশের নির্বাচনে কাউন্সিলর ও নারীদের সংরক্ষিত কাউন্সিলর পদে অনেক প্রার্থীই এরই মধ্যে তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।