মিনুর মামলা ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে দায়ের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চারটি মামলা ছয় সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
মিনুর পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও দুদকের পক্ষে খুরশিদ আলম খান শুনানিতে অংশ নেন।
এ বিষয়ে খুরশিদ আলম খান বলেন, অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় দুদক মিনুর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল। কিন্তু হাইকোর্ট মামলা স্থগিত করে রুল জারি করেন।
আজ আপিল বিভাগের এ আদেশের ফলে মিনুর বিরুদ্ধে মামলার কার্যক্রম পুনরায় শুরু হবে।
মামলার বিবরণে জানা যায়, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালে ২০০৮ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় মিজানুর রহমানের মিনুর বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। এসব মামলা বর্তমানে নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে।
এই চারটি মামলা বাতিল ও স্থগিত চেয়ে পরবর্তী সময়ে হাইকোর্টে আবেদন করেন মিনু।
শুনানি শেষে গত এপ্রিল মাসে হাইকোর্ট ওই সব মামলা স্থগিত করে এবং কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল জারি করেন।
এর পর গত সপ্তাহে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক। আবেদনের শুনানি শেষে আজ আপিল বিভাগ এই আদেশ দেন।